করোনা টিকার দ্বিতীয় ডোজ ৮ এপ্রিল থেকে শুরু : স্বাস্থ্য সচিব

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২১

করোনা টিকার দ্বিতীয় ডোজ ৮ এপ্রিল থেকে শুরু : স্বাস্থ্য সচিব

নিউ সিলেট ডেস্ক : আগামী ৮ এপ্রিল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
লোকমান হোসেন বলেন, করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়া আজ শেষ হচ্ছে। আর আগামী ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। তিনি বলেন, আমরা ডাক্তার, নার্সসহ সব পর্যায়ের মানুষকে নিয়ে চেষ্টা করব করোনাভাইরাসের প্রাদুর্ভাব সুষ্ঠু ও সুন্দরভাবে মোকাবিলা করতে পারি।
স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেয়ার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন সংরক্ষিত রয়েছে। এছাড়াও ভারত, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আনার প্রক্রিয়া রয়েছে। তবে, অধিকাংশ ভ্যাকসিন প্রতিবেশী দেশ ভারত থেকে আসবে। প্রথম ডোজের কার্যক্রম শেষ হলেও নতুন করে প্রথম ডোজ ভ্যাকসিনের রেজিস্ট্রেশন শুরু প্রক্রিয়াধীন রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।



This post has been seen 399 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১