খালেদা জিয়ার করোনা নিয়ে ধূম্রজাল! স্বাস্থ্য অধিদফতরের হ্যা, বিএনপির না!

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১

খালেদা জিয়ার করোনা নিয়ে ধূম্রজাল! স্বাস্থ্য অধিদফতরের হ্যা, বিএনপির না!

নিউ সিলেট ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। এনিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। গতকাল ১১ এপ্রিল প্রকাশিত রিপোর্টে তাঁর করোনা পরীক্ষার রেজাল্ট ‘পজিটিভ’ আসে বলে জানায় আইসিডিডিআর।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে দেখা যায়, আইসিডিডিআর, বি ল্যাবরেটরিতে গত এপ্রিল ১০ খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেয়া হয়। পরে আরটি পিসিআর পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা করে রিপোর্টে পরীক্ষার রেজাল্ট ‘পজিটিভ’ আসে। তবে, গতকাল শনিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়া করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এমন খবর সঠিক নয়।
এবিষয়ে খালেদা জিয়ার চিকিৎসক ডা. মামুন জানান, এমন ঘটনার কোনো সত্যতা নেই। বেগম খালেদা জিয়ার করোনা টেস্ট করানো হয়নি। যেটা করানো হয়েছে সেটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। আমি তার রেগুলার চেকআপ করি। এসময় তিনি বলেন, খালেদা জিয়ার করোনা পরীক্ষার খবর নিতান্তই বিভ্রান্তিমূলক।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়ার নাম, বয়স ও গুলশানের ঠিকানা দিয়ে করোনার যে রিপোর্টের কপি দেখানো হয়েছে তাতে সবুজ নামের একজনের ফোন নম্বর দেয়া। তিনি পেশায় একজন টেকনোলজিস্ট, একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন তিনি। ওই ফোন নম্বরে কল দিলে তিনি জানান, ভাই সকাল থেকে আমাকে অনেকে ফোন করে বেগম খালেদা জিয়ার করোনার রিপোর্ট সম্পর্কে জানতে চেয়েছেন। কিন্তু আমি এই রিপোর্টের বিষয়ে কিছুই জানি না। আমার মোবাইল নম্বর এখানে কেন দেয়া হয়েছে তাও জানি না।
তবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন, ‘বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত, বিষয়টি শতভাগ সঠিক।’



This post has been seen 456 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১