দেশবাসির কাছে দোয়া চাইলেন
খালেদা জিয়া ‘ভালো’ আছেন: সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বললেন

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১

<span style='color:#ff0000;font-size:20px;'>দেশবাসির কাছে দোয়া চাইলেন </span> <br/> খালেদা জিয়া ‘ভালো’ আছেন: সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বললেন

নিউ সিলেট ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভালো’ আছেন। তাঁর শারীরিক অবস্থাও ‘স্থিতিশীল’ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী। আজ সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ফিরোজায় খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তাঁর চিকিৎসক দলের প্রধান ডা. এফ এম সিদ্দিকী।
ডা. এফ এম সিদ্দিকী জানান, করোনায় আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভালো, কোনো জটিলতা দেখা যায়নি।
রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডামের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আজ পর্যন্ত যথেষ্ট ভালো আছে। এভাবে এক সপ্তাহ গেলে বলা যাবে উনার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।’ তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা ৪৮ ঘণ্টা পর পর করা হচ্ছে।
বিদেশ থেকে কোনো চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে ইউকে থেকে চিকিৎসক যুক্ত ছিলেন। এ ছাড়া বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানও যুক্ত ছিলেন। তিনি সব কিছু তদারকি করছেন।’
খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা জানতে চাইলে সিদ্দিকী বলেন, ‘এখন পর্যন্তবাসায় রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে, হাসপাতালে নেয়ার পরিস্থিতি দেখা দিলে সে প্রস্তুতিও আমাদের রয়েছে। আমরা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছি।’
তিনি জানান, খালেদা জিয়া দেশের সবার কাছে দোয়া চেয়েছেন, এবং বলেছেন সবাই যেন সাবধানে থাকেন। স্বাস্থ্যবিধি মেনে চলেন।
খালেদা জিয়ার বাসার বাকিদের কি অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘সবাই কোভিড পজেটিভ। সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে। ম্যাডাম শুধু নিজের না, অন্যরা ঠিকমতো ওষুধ খাচ্ছেন কিনা সেটাও খেয়াল রাখছেন। আমি দুতলা থেকে নেমে আসছিলাম, উনি ডেকে বললেন, দুজনকে দেখে আসার জন্য।’ এ সময় ডা. এফ এম সিদ্দিকীসহ বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. আল মামুন উপস্থিত ছিলেন।

 



This post has been seen 498 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১