জনগণের জানমালের ক্ষতি করছে বিএনপি : কাদের

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

জনগণের জানমালের ক্ষতি করছে বিএনপি : কাদের

নিউ সিলেট ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার প্রতিটি কর্মসূচি ‘জনগণের জন্য। সরকার বা আওয়ামী লীগ নয়, বিএনপিই জনগণকে তাদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে। কারণ, জনগণ তাদের ভোট দেয় না বলে তারা সহিংসতা করে। এখন জনগণের জানমালের ক্ষতি করছে বিএনপি।’ তিনি বলেন, বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গত ২৬ মার্চ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী দিবসে বিএনপির উসকানিতে হেফাজতে ইসলাম তাণ্ডব চালিয়েছিল। ওইদিনের এবং পরবর্তী ঘটনাবলী দেশকে অস্থিতিশীল করার এক গভীর চক্রান্ত ছিল এবং তা ছিল পরিকল্পিত। এসময় তিনি বলেন, ‘এদেশের রাজনীতিতে কে কাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা এখন দিবালোকের মতো স্পষ্ট। শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ নেই। কারণ জনগণের কাছে সবকিছুই আজ স্পষ্ট।’
করোনাকালীন সময়ে কাউকে রাজনৈতিকভাবে আক্রমণ করার চিন্তা নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘পারস্পরিক দোষারোপ করোনা সংকটকে আরো ভয়াবহ করে তুলবে। এ দোষারোপের রাজনীতি থেকে এ মুহূর্তে বের হয়ে আসতে হবে। করোনা নিয়ে এখন কারো রাজনীতি করা সমীচীন নয়। বিএনপি যদি আজ এই মহামারির সময়ে ব্লেম গেমের রাজনীতি থেকে নিজেদের বিরত রাখে, সেটাই জনগণের জন্য শুভ। অহেতুক সরকারের বিরোধিতার নামে করোনা সংকটে রাজনৈতিক অপপ্রচার বন্ধ রাখুন।’
ওবায়দুল কাদের বলেন, ‘বেগম খালেদা জিয়ার করোনা আক্রান্ত হওয়া নিয়ে জনগণ শঙ্কায় আছে। কারণ এ নিয়ে বিএনপি আবার কখন কোন অপরাজনীতি শুরু করে!’ এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘টেমস নদীর পাড়ে বসে বাংলাদেশের মানুষের চোখের ভাষা, মনের ভাষা বোঝা সম্ভব নয়। তাই বিএনপির রাজনীতি এখন হাওয়া থেকে পাওয়া জনবিরোধী উপাদান নির্ভর তৎপরতায় পূর্ণ’ যোগ করেন।

 

 

 

 



This post has been seen 348 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১