২ মামলায়
মামুনুল হক ৭ দিনের পুলিশ রিমান্ডে

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

<span style='color:#ff0000;font-size:20px;'>২ মামলায় </span> <br/> মামুনুল হক ৭ দিনের পুলিশ রিমান্ডে

নিউ সিলেট ডেস্ক : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হক কে ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এসময় মামুনুলের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জামিন আবেদন নামঞ্জুর করে ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
মামুনুল হকের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেসবাহ জানান, মামুনুল হক নিজেই আদালতকে বলেছেন, গতকালই তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রমজান মাস, তিনি নিয়মিত কুরআন তেলাওয়াত ও ইবাদত করেন। গতকাল যে জায়গায় রাখা হয়েছে, সেটা ইবাদতের উপযোগী না। খুব মানবেতরভাবে রাত কেটেছে। জবাবে আদালত বলছেন, আপনার ইবাদতে বিঘ্ন হবে না।
তিনি আরও বলেন, যে অভিযোগ মামুনুল হকের বিরুদ্ধে আনা হয়েছে, তা ভিত্তিহীন। এমন অভিযোগে রিমান্ডও নজিরবিহীন।
উল্লেখ্য, গতকাল রোববার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে বলে গতকাল রোববার (১৮ এপ্রিল) রাতে জানিয়েছেন, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।



This post has been seen 294 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১