বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউ সিলেট রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা (অনূর্ধ্ব-১৭) খেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৯ মে) সকাল সিলেট নগরীর ১০টায় নগরীর দলদলি চা-বাগান মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় খেলাটি অনুষ্ঠিত হয়।
সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ওলিউর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি ফারিয়া সুলতানা, পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আমজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, সহকারি প্রোগ্রাম অফিসার শ্যামল চন্দ্র দাস, এসএমপি শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য্য, মেডিকেল অফিসার বিপুল রায়, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, ৪ নম্বর খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এড: আফসর আহমদ, টুলটিকর ইউপি চেয়ারম্যান এসএম আলী হোসেন, টুকেরবাজার ইউপি চেয়ারম্যান শহিদ আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচ এম এ মালিক ইমন, ফজলুল করিম ফুল মিয়া, আব্দুল কাদির, সুহিন আহমদ চৌধুরী প্রমুখ।
এদিকে, সিলেট সদর উপজেলার শেখ মিনি রাসেল স্টেডিয়ামে বছরের পর বছর খেলার মাঠে মেলার প্রতিবাদে প্রতিকী কালো ব্যাজ ধারন করেন, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এড: আফসর আহমদ ও টুলটিকর ইউপি চেয়ারম্যান এসএম আলী হোসেন সহ খেলোয়াড় ও সর্বস্তরের দর্শকবৃন্দ।
এসময় ইউপি চেয়ারম্যান এড: আফসর আহমদ বলেন, বছরের পর বছর যাতে এ মাঠে মেলা না হয়, সে দিকে লক্ষ্য রেখে খেলাধুলার জন্য মাঠ উন্মুক্ত করতে উর্ধ্বতন মহলের প্রতি তিনি অনুরোধ জানান।



This post has been seen 369 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১