সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১
নিউ সিলেট ডেস্ক : মাহামারি করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে। তবে, করোনার প্রাদুর্ভাব অব্যাহত থাকলে গত বছরের এইচএসসি ও সমমানের মতো আগের পরীক্ষার ফলাফল মূল্যায়নের ভিত্তিতে এবারও পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সাথে এক ভার্চুয়াল মিটিংয়ে এ কথা জানান তিনি।
ডা: দীপু মনি বলেন, এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ করার জন্য এরই মধ্যে পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রস্তুত করা হয়েছে। তবে, দেশে করোনার পরিস্থিতি অনুকূল হলে শুধু নির্বাচনী বিষয়ে পরীক্ষা নেয়া হবে। আবশ্যিক বিষয় যেমন বাংলা, ইংরেজি, গণিত এসব বিষয়ে পরীক্ষা নেয়া হবে না। এগুলো জেএসসি, জেডিসির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে। এছাড়া, উচ্চতর ক্ষেত্রে যারা গণিত ও বিজ্ঞান নিয়ে লেখাপড়া করছেন তাদেরকে নির্বাচনী বিষয়ে সংক্ষিপ্ত অ্যাসাইমেন্টের ভিত্তিতে পরীক্ষা নেয়া হবে।
দীপু মনি জানান, এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য নির্বাচনী বিষয়ে ১২ সপ্তাহের জন্য প্রতি সপ্তাহে দু’টি করে ২৪টি অ্যাসাইনমন্ট ও ২৬ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য তিনটি নির্বাচনী বিষয়ে ছয়টি পত্রে পাঁচটি করে ৩০টি ১৫ সপ্তাহের জন্য সংক্ষিপ্ত অ্যাসাইনমেন্ট দেয়া হবে। চতুর্থ বিষয়ে অ্যাসাইনমেন্ট দেয়া হবে না। আবশ্যিক বিষয়েও অ্যাসাইনমেন্ট মূল্যয়ন করা হবে না। এর মধ্যে বাংলা, ইংরেজি, গণিত। এজন্য জেএসসি, জেডিসি পরীক্ষার ওপর ভিত্তি করে ফলাফল মূল্যয়ন করা হবে। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ভাচুয়াল মিটিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদসহ অন্যান্য বোর্ডের চেয়ারম্যান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি