আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই, ফটিকছড়িতে সমাহিত করা হবে

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই, ফটিকছড়িতে সমাহিত করা হবে

নিউ সিলেট ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে তিনি কিছুটা অসুস্থতা বোধ করলে ১১টার দিকে তাকে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে নেয়া হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন জুনায়েদ বাবুনগরীর খাদেম এইচএম জুনায়েদ ও তার নাতি বরকতুল্লাহ বাবুনগরী। জুনায়েদ বাবুনগরী ৫ মেয়ে ও এক ছেলেসহ দেশ-বিদেশে অসংখ্য ছাত্র রেখে গেছেন।
আল্লামা জুনায়েদ বাবুনগরী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া, গত ৮ আগস্ট দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে করোনা ভ্যাকসিনের ১ম ডোজ নিয়েছিলেন তিনি।
এদিকে, হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মরদেহ হাটহাজারী মাদ্রাসায় নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুর দেড়টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি চট্টগ্রামের সিএসসিআর হাসপাতাল থেকে হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছায়। সন্ধ্যা সাড়ে ৭টায় মাদ্রাসা মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে ফটিকছড়ির বাবুনগরে দ্বিতীয় জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে। তথ্য নিশ্চিত করেন, হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক আহমদ উল্লাহ।
আল্লামা জুনায়েদ বাবুনগরী ১৯৫৩ সালের ৮ অক্টোবর চট্টগ্রামের ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবুল হাসান ও মাতা ফাতেমা খাতুন। হারুন বাবুনগরী ছিলেন তাঁর নানা।
আল্লামা বাবুনগরী ৫ বছর বয়সে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে ভর্তি হন। এখানে মক্তব্য, হেফজ ও প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। পরে আজহারুল ইসলাম ধর্মপুরীর কাছে পুরো কুরআন মুখস্থ শুনিয়েছিলেন। এরপর তিনি ভর্তি হন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায়। ১৯৭৬ সালে হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন।
উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার সকালে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে দ্রুত নেওয়া হয় চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।



This post has been seen 253 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১