জনবান্ধব প্রশাসন গড়ে তোলা সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

জনবান্ধব প্রশাসন গড়ে তোলা সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে হবে সরকারি সকল কর্মকর্তাদের। তিনি বলেন, সরকারের লক্ষ্য জনবান্ধব প্রশাসন গড়ে তোলা। সেই লক্ষ্যেই সরকারি কমকর্তাদের জনগণের কাছে গিয়ে সকলকে সেবা দেওয়ার আহবান জানান তিনি। এসময় তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে মাঠ প্রশাসন মূল চালিকা শক্তি। তাই, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করেন তিনি। আজ বুধবার (৬ অক্টোবর) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ১১৯তম এবং ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
প্রশাসনের নবীন কর্মকর্তাদের শেখ হাসিনা বলেন, সবাইকে মনে রাখতে হবে এই দেশ আমাদের। এই মাটি আমাদের। এই মানুষ আমাদের। তাদের ভাগ্য পরিবর্তন করা তাদের জন্য একটা সুন্দর জীবন দেওয়া এটাই হচ্ছে লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণের মূল চালিকা শক্তি মাঠ প্রশাসন। তাই আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব সেইভাবে পালন করবেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেকেই করোনাকালীন সময়ে মানুষের সেবা করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন। তারপরও আমাদের টিকাদান কর্মসূচি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সকলে কাজ করে যাচ্ছেন এবং টিকা দিয়ে যাচ্ছেন, সেজন্য এর সঙ্গে যারা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আওয়ামী লীগের প্রধান আরও বলেন, আমি অনেক দেশে দেখেছি টিকা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। সমস্যা সৃষ্টি হয়েছে। এমনও হয়েছে একজন একডোজ পেয়েছে হয়তো ছয় মাস হয়ে গেছে দ্বিতীয় ডোজ পাচ্ছে না। বাংলাদেশে কিন্তু আমরা পরিকল্পিতভাবেই টিকা দিয়ে যাচ্ছি। টিকাদানে আমাদের প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যবিভাগসহ প্রত্যেকেই এবং আমার নিজের দলের নেতাকর্মী তাদেরকেও শৃঙ্খলা রক্ষা করে যেন মানুষ টিকা পায় সেজন্য নির্দেশ দিয়েছি। সবাই কাজ করায় এখানে আমরা একটা বিরাট সাফল্য অর্জন করতে পেরেছি। বাংলাদেশের কোন মানুষই বঞ্চিত হবে না। সবাই যাতে টিকা পায় সেই ব্যবস্থাটা আমরা করবো।



This post has been seen 172 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১