ইতালির স্বপ্ন ভাঙিয়ে ফাইনালে স্পেন

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

 ইতালির স্বপ্ন ভাঙিয়ে ফাইনালে স্পেন

নিউ সিলেট ডেস্ক : অবশেষে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকা ইতালির স্বপ্ন ভাঙিয়ে ফাইনালে স্পেন। শেষ পর্যন্ত ইতালির জয় যাত্রা থামালো তাদের মাঠেই স্পেন। গতকাল বুধবার রাতে নেশনস লিগের সেমিফাইনালে ২-১ গোলে জিতে ফাইনালে স্পেন।
গত জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে টাইব্রেকারে স্পেনের স্বপ্ন ভেঙেছিল ইতালি। এবার নেশনস লিগের শেষ চারে ইতালির স্বপ্ন ভাঙলো স্পেন। দাপট দেখিয়ে ম্যাচে খেলেছে স্পেন। তবে, প্রথমার্ধের ৪২ মিনিটে লিওনার্দো বোনুচ্চি লাল কার্ড দেখায় বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে আজ্জুরিরা। ম্যাচের ১৭ মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। মিকেল ওয়ারজাবালের ক্রস থেকে বক্সের মধ্যে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফেরান তোরেস। প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরও এক গোল করেন তোরেস।
এবারও তার গোলে অবদান ছিল মিকেল ওয়ারজাবালের। তার কাছ থেকে বল পেয়ে খুব কাছে থেকে দুর্দান্ত হেডে গোল করেন আক্রমণভাগের দক্ষ সেনানী তোরেস।



This post has been seen 248 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১