সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২১
নিউ সিলেট ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে ফের সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন নাজমুল হাসান পাপন। ক্লাব ক্যাটাগরিতে ৫৩ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। এছাড়া ক্যাটাগরি ‘বি’তে আরও এগারো জন সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়।
ক্যাটাগরি ‘এ’তে ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন নাইমুর রহমান দুর্জয় এবং তানভীর আহমেদ টিটু। খুলনা বিভাগ থেকে পরিচালক হয়েছেন শেখ সোহেল। এই বিভাগের প্রতিনিধি হয়েছেন কাজী ইনাম আহমেদ। বরিশাল বিভাগ থেকে আলমগির খান, রংপুর থেকে আনুয়ারুল ইসলাম। রাজশাহী থেকে সাইফুল আলম স্বপন, সিলেট থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় শফিউল আলম চৌধুরী নাদেল এবং চট্টগ্রাম বিভাগ থেকে আকরাম খান ও আ জ ম নাসির পরিচালক নির্বাচিত হয়েছেন।
এছাড়া, ক্যাটাগরি ‘২-তে’ ফের নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। তার সঙ্গে নির্বাচিত হয়েছেন গাজী গোলাম মুর্তজা, নজিব আহমেদ, মাহবুব আনাম, ওবেদ রশীদ নিজাম, সালাউদ্দিন চৌধুরী, ঈসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন, মঞ্জুর হোসেন কাদের, মনজুর আলম ও ফাহিম সিনহা।
তবে, ক্যাটাগরি-‘৩ তে’ বাজিমাত করেছেন খালেদ মাহমুদ সুজন। তিনি সাবেক পরাজিত করেন ক্রিকেট সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি