নতুন আইন করে ইসি গঠনের কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

নতুন আইন করে ইসি গঠনের কোনো সুযোগ নেই : আইনমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, করোনাভাইরাসের কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের কোনো সুযোগ নেই। সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) ক্যাম্পাসে ‘শেখ মুজিব: সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি স্মারক গ্রন্থ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, গত সোমবার প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে পরিষ্কার বলেছেন সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন করা হবে।
আনিসুল হক বলেন, বর্তমান নির্বাচন কমিশন ঘটনের সময় যখন সার্চ কমিটি গঠন করা হয়েছিল, তখন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের অভিমত নিয়েছিলেন। সকলের মতামতের ভিত্তিতে সার্চ কমিটির গেজেট হয়। তবে, সার্চ কমিটির গেজেট আইন নয়, কিন্তু এটা যেহেতু সবার কনসেন্স নিয়ে করা হয় ও রাষ্ট্রপতির সিদ্ধান্তে হয়েছিল, তাই সেটা আইনের কাছাকাছি। আমি এখনও বলছি এটা আইন নয়, আইনের কাছাকাছি। এসময় আনিসুল হক বলেন, এ নিয়ে নতুন করে কিছু বলার অবকাশ নেই। ইসি গঠনে আইনের কথা সংবিধানে যা আছে তা করা হবে। কিন্তু এই করোনা মহামারি পরিস্থিতিতে এখন নতুন আইন করে ইসি গঠন করা সম্ভব নয়।



This post has been seen 247 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১