চীনের প্রতি তাইওয়ানের পাল্টা হুঁশিয়ারি

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২১

চীনের প্রতি তাইওয়ানের পাল্টা হুঁশিয়ারি

নিউ সিলেট ডেস্ক : চীনকে সতর্ক করে তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন-ওয়েন বলেছেন, তাইওয়ান কখনও চীনের কাছে মাথা নত করবে না। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিজেদের প্রতিরক্ষা বলয় জোরদার করার ওপরও জোর দিয়েছেন তিনি। আজ রোববার (১০ অক্টোবর) তাইওয়ানের জাতীয় দিবসের অনুষ্ঠানে বেইজিংকে তিনি এমন সতর্ক বার্তা দেন। খবর আল জাজিরার।
গত ৯ অক্টোবর তাইওয়ানকে পুনরায় একত্র করার ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে শান্তিপূর্ণভাবেই তাইওয়ানকে একত্র করা হবে বলে জানান তিনি। চীনের প্রেসিডেন্টের এ অঙ্গীকার ঘোষণার পরিপ্রেক্ষিতে তাইওয়ানের প্রেসিডেন্ট পাল্টা হুঁশিয়ারি দিলেন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেইজি ধারাবাহিকভাবে তাইওয়ানকে রাজনৈতিক ও সামরিক চাপের মুখে রেখেছে। প্রতিনিয়ত তাইওয়ানের আকাশে যুদ্ধবিমান টহল দিচ্ছে চীন। অক্টোবরের প্রথম সপ্তাহে ১৪৯টি সামরিক বিমান টহল দিয়েছে তাইওয়ানের আকাশ সীমায় চীন।
তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই তাইওয়ানকে একত্র করার প্রতিশ্রুতি দিলেন শি জিনপিং।
চীন তাইওয়ানকে তাদের নিজস্ব রাজ্য দাবি করে আগ্রাসন চালিয়ে আসছে। যদিও তাইওয়ান তাদের স্বতন্ত্র বলে দাবি করে। সম্প্রতি তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপগ্রহণ, চীনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।



This post has been seen 302 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১