রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকালে
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২১

<span style='color:#ff0000;font-size:20px;'>রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকালে </span> <br/> বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে। তাঁর স্বপ্ন বাস্তবায়ন আমরা করবো, এটাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, দেশে কিছু করতে গেলে এত সমালোচনা হয়। এটার মধ্যে খুঁত খোঁজে। না বুঝে নানাভাবে নানাজনে অনেক কথা বলে ফেলে, লিখে ফেলে। টকশোতেও অনেক কথা হয়। টক, মিষ্টি, ঝাল মিশিয়ে অনেক কথা হয়। এটাই তো বাংলাদেশের নিয়ম বা চরিত্র। তবে, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু করি। যাতে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে তা গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে যাবে। সবার জন্য বিদ্যুৎ এটা আমাদের লক্ষ্য, এটা বাস্তবায়ন করতে হবে।
আজ রোববার (১০ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল যন্ত্র পারমাণবিক চুল্লিপাত্র (রিঅ্যাক্টর প্রেসার ভেসেল-আরএনপিপি) স্থাপন কাজের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। অর্থাৎ পরমাণু শক্তির অংশ হিসেবে বাংলাদেশ একটা স্থান করে নিতে পারলাম, সেটা শান্তির জন্য। তিনি বলেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এখন আর পরিবেশ দূষণ হয় না। কারণ, এখন সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এসময় দক্ষিণ অঞ্চলে আরেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা জায়গা খুঁজছি। আমার ইচ্ছা পদ্মার ওপারে করা। তাহলে দক্ষিণ অঞ্চলের বিদ্যুতের সরবরাহ নিশ্চিত হবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। স্বাগত বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জিয়াউল হাসান। অনুষ্ঠানে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের ওপর একটি ভিডিওচিত্র পরিবেশিত হয়।
উল্লেখ্য, পারমাণবিক প্রকল্পের নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক সংস্থা-ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যানার্জি অ্যাসোসিয়েশন (আইএইএ) গাইড লাইন অনুযায়ী রূপপুর প্রকল্পের কাজ চলেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।



This post has been seen 187 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১