ভারতের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মুডি!

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২১

ভারতের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মুডি!

নিউ সিলেট ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে। এরই মধ্যে ভারতের হেড কোচ জানিয়ে দিয়েছেন, নতুন করে আর চুক্তির মেয়াদ বাড়াবেন না। তবে, প্রশ্ন উঠেছে কে হচ্ছেন ভারতের পরবর্তী কোচ? অনেকের নামই সামনে আসছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার এবং বর্তমানে কোচ টম মুডি নিজে থেকেই আগ্রহ প্রকাশ করেছেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হিসেবে টম মুডির দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের পরিচালক ও কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন মুডি। আর সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট অনেকেরই বোর্ডের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো ভারতের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেন মুডি। অস্ট্রেলিয়ান গণমাধ্যম ‘ফক্স স্পোর্টস’ জানিয়েছে, ‘বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার এবং স্বনামধন্য কোচের ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছে আছে।
৫৬ বছর বয়সী মুডি বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ এবং শ্রীলঙ্কা ক্রিকেটের পরিচালক। ২০১৭ ও ২০১৯ সালসহ এর আগে তিনবার ভারতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন মুডি। যদিও কোনোবারই তার এই আগ্রহ ব্যাটে-বলে লাগেনি। তবে, এবার ভারতের হাতে বিকল্প খুব কম। তাই মুডিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা বেশী।
আইপিএলে ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত টানা ৭ মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের কোচ ছিলেন টম মুডি। সানরাইজার্সের একমাত্র শিরোপাটি আসে (২০১৬ সালে) তারই হাত ধরে।



This post has been seen 215 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১