অবশেষে ব্রাজিলকে থামাল কলম্বিয়া

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২১

অবশেষে ব্রাজিলকে থামাল কলম্বিয়া

নিউ সিলেট ডেস্ক : অবশেষে ব্রাজিলের জয়ের দৌড় থামিয়ে দিল কলম্বিয়া। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে টানা নয় জয়ের পর পয়েন্ট হারালো নেইমাররা। ঘরের মাঠে ব্রাজিলকে রুখে দিয়েছে কলম্বিয়া। আজ সোমবার ভোরে অনুষ্ঠিত ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র।
ঘরের মাঠে কলম্বিয়া অবশ্য দুই অর্ধেই আক্রমণে উঠেছে। ভালো কিছু সুযোগও পেয়েছে। বল দখলে অনেকটাই পিছিয়ে থাকা স্বাগতিকরা গোলের জন্য ১২টি শট নিয়েছিল। যার চারটি ছিল লক্ষ্যে। ব্রাজিল লক্ষ্যে রাখতে পেরেছে নয়টির মধ্যে চারটি শট।
শুরুতে কলম্বিয়া কাঁপিয়ে দেয় ব্রাজিলের রক্ষণভাগ। ডি বক্সের ভেতর থেকে শট নেন কুইনতেরো। তবে শটটি সোজা চলে যায় ব্রাজিল গোলরক্ষকের কাছে। ১৪ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিল। নেইমারের পাসে পাকেতার নেওয়া শট চলে যায় পোস্ট ঘেষে। ২০ মিনিটে আক্রমণ করে কলম্বিয়া। কিন্তু ব্যর্থ। প্রথমার্ধ কাটে গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধে খেলার গতি যেন অনেক কমে আসে। তারপরও ৬৪ মিনিটে ব্রাজিলকে ভয় ধরিয়ে দিয়েছিলেন মাতেউস উরিবে। তার বুলেট গতির শটে গোল পেতে পারত কলম্বিয়া। কিন্তু আলিসন দক্ষতার সঙ্গে লাফিয়ে প্রতিহত করেন। বল পাঠিয়ে দেন ক্রসবারের উপর দিয়ে। পাঁচ মিনিট পর আরও দূর থেকে চেষ্টা চালান কিনতেরো। ড্র করলেও পয়েন্ট তালিকায় শীর্ষেই রয়েছে ব্রাজিল। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। তবে, এদিন আর্জেন্টিনা অবশ্য জিতেছে উরুগুয়ের সঙ্গে। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয স্থানে দলটি। এছাড়া, কলম্বিয়া ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে ৫ নম্বরে। ১১ ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয ও চতুর্থ স্থানে রয়েছে ইকুয়েডর ও উরুগুয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের এই প্রতিযোগিতায় সেরা চার দল সরাসরি খেলবে ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্বে।



This post has been seen 252 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১