আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির কেউ যাননি

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬

আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির কেউ যাননি

নিউ সিলেট ডেস্ক:::: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে আমন্ত্রিত হয়েও যায়নি বিএনপি। বিএনপির কোনো পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত হননি বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মির্জা ফখরুলের নামে আমন্ত্রনপত্র বিএনপির কার্যালয়ে পৌঁছে দেন আওয়ামী লীগের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। সেটি গ্রহনও করেন মির্জা ফখরুল। এরপর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যে অনেকে ধারণা করেছিলেন বিএনপি এই সম্মেলনে যোগ দিতে পারে।
জানা গেছে, দলের বেশ কয়েকজন নেতা বেগম খালেদা জিয়ার আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার ব্যাপারে জানতে চান। তখন বেগম জিয়া বলেন, আওয়ামী লীগের সম্মেলনে যেতাম, যদি তারা আগে আমাদের সম্মেলনে আসতো। আমরাও তো তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তারা তো সেই সংস্কৃতি রক্ষা করেনি। তাদের সম্মেলনে যাওয়ার প্রশ্নই ওঠে না।



This post has been seen 459 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১