বর্ষসেরা বোল্ট

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৬

বর্ষসেরা বোল্ট

নিউ সিলেট ডেস্ক ::::  রেকর্ড ষষ্ঠবারের মতো আইএএএফ-এর বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার জিতেছেন নয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট। আর ইথিওপিয়ার দূরপাল্লার দৌড়বিদ আলমাজ আয়ানা হয়েছেন বছরের সেরা মহিলা অ্যাথলেট। মোনাকোতে পরশু রাতে তাদের হাতে পুরস্কার তুলে দেন আইএএএফ সভাপতি সেবাস্তিয়ান কোয়ে।
২০০৮ সালে প্রথমবার বর্ষসেরা হয়েছিলেন বোল্ট, পরের বছর আবার। মাঝে ২০১০ বিরতি দিয়ে তিনি ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত টানা তিনবার জেতেন এই পুরস্কার। এ বছর জিতলেন রেকর্ড ষষ্ঠবার। আর রিও অলিম্পিকে মেয়েদের ১০ হাজার মিটারে সোনা জেতা ইথিওপিয়ার আলমাজ আয়ানা জেতেন বছরের সেরা মহিলা অ্যাথলেটের পুরস্কার।
উল্লেখ্য, ২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডন অলিম্পিকের পর রিওতে ১০০ ও ২০০ মিটার দৌড় ও ৪*১০০ মিটার রিলের সোনা জেতেন বোল্ট।4/12/16-n24/ns/-



This post has been seen 264 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১