পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৬

পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক ::::   ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। আগামী ১২ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
সোমবার ওয়েলিংটনে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, প্রায় এক দশক ধরে সরকারপ্রধানের দায়িত্ব পালন করা বেশ দীর্ঘ একটা সময়। পদত্যাগের মাধ্যমে তার আট বছরের শাসনের অবসান হচ্ছে।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম দ্য নিউজিল্যান্ড হেরাল্ডসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্ত্রী ব্রোনাগের অনুরোধে পদত্যাগ করতে যাচ্ছেন দেশটির জনপ্রিয় এই প্রধানমন্ত্রী।
ন্যাশনাল পার্টি ২০০৬ সালে নিউজিল্যান্ডে ক্ষমতাসীন হয়। এর দুই বছরের মাথায় ২০০৮ সালে জন কি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে জয়ের পর তৃতীয়বারের মতো ন্যাশনাল পার্টির সরকারে প্রধানমন্ত্রী হন জন কি।
সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উপ-প্রধানমন্ত্রী বিল ইংলিশকে সমর্থন দেওয়ার কথা জানান জন কি। নিজ থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিল ইংলিশের নাম সুপারিশ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। সূত্র: বিবিসি, সিএনএন।5/12/16-pb/ns/-



This post has been seen 267 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১