পদত্যাগের ঘোষনা ইতালি প্রধানমন্ত্রীর 

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৬

পদত্যাগের ঘোষনা ইতালি প্রধানমন্ত্রীর 

নিউ সিলেট ডেস্ক :::::   সাংবাবিধানিক সংস্কার প্রশ্নে গণভোটে হেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। সোমবার দেশটির প্রেসিডেন্টের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।
রোববার দেশটির সংবিধান সংস্কারে লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে ‘না’ জয়ী হওয়ায় পদত্যাগের ঘোষণা দেন রেনজি। ভোটের আগেই জনমত জরিপে ‘না’ জয়ী হওয়ার আভাস ছিল।
প্রধানমন্ত্রী রেনজি আগেই ঘোষণা দিয়েছিলেন, গণভোটে ‘না’ জয়ী হলে পদত্যাগ করবেন তিনি। ফলে প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার প্রস্তাবের বিরোধীরা জয়ী হওয়ায় পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ।
গভীর রাতে এক সংবাদ সম্মেলনে রেনজি বলেন, গণভোটের ফলের দায়ভার নিয়েছেন তিনি।
ফলাফলে দেখা যায়, ‘না’ ভোট পড়েছে ৫৪ থেকে ৫৮ শতাংশ। আর সংস্কার প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৪২ থেকে ৪৬ শতাংশ। সবকটি বিরোধী রাজনৈতিক দলই এর বিপক্ষে ছিল। তাদের যুক্তি ছিল এর ফলে প্রধানমন্ত্রীর হাতে অনেক বেশি ক্ষমতা কেন্দ্রীভূত হবে।
রেনজি বলেন, সোমবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে নিজের পদত্যাগের কথা জানাবেন তিনি। এরপর ইতালির প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
তার মতে, এই সাংবিধানিক সংস্কার দেশটির আইন প্রণয়নের প্রক্রিয়ায় গতি ফিরিয়ে আনতে সহায়ক হবে।
গণভোটে অংশ নেয় প্রায় ৬০ শতাংশ ভোটার, যা ইতালির ক্ষেত্রে অনেক বেশি।
ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের জন্যে এই ভোটের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র : বিবিসি।5/12/16-pb/ns/-



This post has been seen 310 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১