সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২
নিউ সিলেট রিপোর্ট : উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখান করলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২১ জানুয়ারি) বেলা দেড়টার দিকে শিক্ষামন্ত্রীর আলোচনার প্রস্তাব নিয়ে ক্যাম্পাসে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে প্রতিনিধি দল শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিনের বাসভবনে গিয়ে তার সাথে কথা বলে। সেখান থেকে বেরিয়ে এসে মোবাইল ফোনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সব সমস্যার সমাধান আছে। এটারও নিশ্চয় আছে। আলোচনার মাধ্যমে সেই সমাধান খুঁজে বের করতে হবে। তিনি বলেন, ‘শিক্ষার্থী ও শিক্ষকদের ৪-৫ জন যদি আসেন (ঢাকায়) তবে, আমরা আলাপ করে একটা সমাধানে পৌঁছাতে পারব।’
দিপু মনি বলেন, ‘আপনারা নিজেদের মধ্যে কথা বলে আসবেন। পরে নিজেদের মধ্যে যেন ঝামেলা না হয়।’
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে সাদিয়া আফরিন বলেন, ‘আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় আগ্রহী। সন্ধ্যার আগেই আমাদের ৫ জন ঢাকায় শিক্ষামন্ত্রীর কাছে যাবেন। আশা করছি, মন্ত্রী আমাদের দাবি মেনে নেবেন। তবে, আলোচনায় গেলেও অনশন চলবে বলেও তিনি জানান।’ পরে প্রতিনিধি দলের কাছ থেকে তারা ১ঘণ্টা সময় নেন। পরে আন্দোলনকারীরা মত পাল্টে বিকেলে জানান, তারা ঢাকা যাবেন না।
এবিষয়ে সাদিয়া আফরিন বলেন, সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয় আন্দোলন রেখে ঢাকা যাওয়া সম্ভব না। আলোচনার জন্য শিক্ষামন্ত্রীকে সিলেট আসতে আহ্বান জানানো হয়েছে। অথবা ভাচুর্যালি আলোচনার জন্য প্রস্তাব দেয়া হয়েছে। তিনি জানান, তাদের এই সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর পক্ষে আলোচনার প্রস্তাব নিয়ে যাওয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলকে জানানো হয়েছে। তিনি মন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের জানাবেন।
উল্লেখ্য, ১৩ জানুয়ারি থেকে শাবিপ্রবি’র বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যাক্ষ জাফরিন লিজার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। নানা ঘটনার মধ্য দিয়ে আন্দোলন মোড় নেয় উপাচার্য পদত্যাগের এক দফা দাবিতে। এ দাবি নিয়ে গত ১৯ জানুয়ারি থেকে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি