সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২
নিউ সিলেট রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের দাবিতে কাপনের কাপড় পড়ে মৌন মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ক্যাম্পাসের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেতনা একাত্তর হয়ে পুনরায় গোলচত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।
আন্দোলনকারীদের মুখপাত্র বলেন, ভিসি ফরিদ উদ্দিনের পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রাণ দিয়ে দেব, তারপরও আন্দোলন থেকে সরবে না। ইতোমধ্যে অনশনরত অনেকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও, তারা অনশন ভঙ্গ করেনি।
তিনি জানান, বর্তমান পরিস্থিতি এবং আমাদের দাবির কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে এই সমস্যা সমাধানের আবেদন জানানো হয়েছে।
এদিকে, উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে যোগ দেয়া আরেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে আমরণ অনশনরত ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন। আজ শনিবার দুপুর দেড়টা পর্যন্ত ১৬ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ৯ জন মেয়ে ও ৭ জন ছেলে শিক্ষার্থী। ১৬ জনের মধ্যে ১৩ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেলে, ২ জন মাউন্ড ও ১ জন রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, ১৩ জানুয়ারি থেকে শাবিপ্রবি’র বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যাক্ষ জাফরিন লিজার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। নানা ঘটনার মধ্য দিয়ে আন্দোলন মোড় নেয় উপাচার্য পদত্যাগের এক দফা দাবিতে। এ দাবি নিয়ে গত ১৯ জানুয়ারি থেকে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি