সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২
নিউ সিলেট রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র পদত্যাগের দাবিতে ১৬৩ ঘন্টা পর ‘অমরণ অনশন’ ভাঙ্গলেন আন্দোলনকারী শিক্ষাথীরা। আজ বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা দিকে শাবিপ্রবি’র সাবেক অধ্যাপক ড. জাফর ইকবাল ও তাঁর স্ত্রী ড. ইয়াসমিন হক আন্দোলনকারী শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান। তবে, অনশন ভাঙলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে ঢাকা থেকে ক্যাম্পাসে আসেন শাবির সাবেক অধ্যাপক জাফর ইকবাল ও তাঁর স্ত্রী (সাবেক অধ্যাপক) ইয়াসমিন হক। এসময় আন্দোলনকারি শিক্ষার্থীদের জাফর ইকবাল বলেন, উচ্চ পর্যায়ে আমার কথা হয়েছে। তাদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পেয়ে আমি ক্যাম্পাসে ছুটে এসেছি। তাদের অনশন না ভাঙিয়ে আমি ফিরে যাবেন না।
শিক্ষার্থীদের জাফর ইকবাল বলেন, তোমরা কেন তোমাদের জীবন অপচয় করবা? তোমাদের বাঁচতে হবে। জীবন অনেক মূল্যবান। তুচ্ছ বিষয়ে জীবন অপচয় করা যাবে না। তোমরা ইতোমধ্যেই বিজয়ী হয়ে গেছো। ‘সারা দেশের মানুষ তোমাদের পক্ষে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা যা চাইছো, সেটা পূরণ হবে। আমি নিশ্চিত হয়েই এখানে এসেছি। এসময় তিনি বলেন, আমি বিশ^াস করি আমার সাথে যেকথা হয়েছে, সেকথা রাখবেন। আর যদি না রাখেন তাহলে বুঝবো আমার সাথে ও শিক্ষার্থীদের সাথে বিশ^াস ঘাতকতা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে শাবিপ্রবি’র বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যাক্ষ জাফরিন লিজার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। নানা ঘটনার মধ্য দিয়ে আন্দোলন মোড় নেয় উপাচার্য পদত্যাগের এক দফা দাবিতে। এ দাবি নিয়ে গত ১৯ জানুয়ারি থেকে আমরণ অনশনে বসেন ২৮ শিক্ষার্থী। এর মধ্যে একে একে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। সর্বশেষে তাদের অবস্থার অবনতি হলে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর অধ্যাপক জাফর ইকবাল ও তাঁর স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক আন্দোলনকারি শিক্ষার্থীদের অমরণ অনশন ভাঙ্গান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি