সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২২
নিউ সিলেট রিপোর্ট : সারা দেশের ন্যায় সিলেটেও তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন সিলেট জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিবন্ধিত শিক্ষক সংগঠন সিলেট জেলা আহবায়ক ইশরাক জাহানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ রিংকুর পরিচালনায় মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি দেওয়ান মোহাম্মদ ইয়াহইয়া খান, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার মৃধা ও সংগঠনের সদস্য শাহান উদ্দিন, আসমা খাতুন, জয়ন্তি রানী শীল, শাহান উদ্দিন, আসমা খাতুন, সালমা, ফাহিমা সুলতানা, বিশ্বনাথ সরকার, কামরুন নাহার, ব্রজেন্দ্র নাথ, জেসমিন বেগম, সত্যজিৎ, জাকারিয়া আহমদ প্রমুখ। পরে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের একটি প্রতিনিধিদল সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী বরাররে একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক নিবন্ধন সনদ চাকুরীর সনদ, এটা কোন একাডেমিক সনদ নয়। শিক্ষকতা ছাড়া এ সনদ কোনো কাজে আসবে না, পরীক্ষার মাধ্যমে অর্জিত শিক্ষক যোগ্যতার সনদ হচ্ছে শিক্ষক নিবন্ধন সনদ, এজন্যে এক আবেদনে প্যানেলভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষক সমাজকে অভিশাপমুক্ত করতে হবে। তারা বলেন, সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখতে কৃত্রিম শিক্ষক সংকট এবং এনটিআরসিএ’র নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ জটিলতা দূর করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্যানেল ভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।
উল্লেখ্য, নিবন্ধিত প্যানেল প্রত্যাশী নিবেদিত শিক্ষক সংগঠনের দাবিগুলো হলো- সকল নিবন্ধনকারী চাকরি প্রত্যাশীদের কোটাভিত্তিক নিয়োগ প্রদান, সকল নিবন্ধনকারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখা ও ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি