সিলেটে শিক্ষকদের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

সিলেটে শিক্ষকদের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

নিউ সিলেট রিপোর্ট : সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৭৭ জন শিক্ষকের দীর্ঘ ১৯ মাস বকেয়া বেতন ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সিলেটে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মহামারি পরিস্থিতিতে বিগত ১৯ মাস যাবত বেতন-ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর ও উদ্বিগ্ন অবস্থায় দিন অতিবাহিত করছেন আমাদের ইনস্টিটিউটের শিক্ষকরা। এমতাবস্থায়, শিক্ষক ও তাদের পরিবার-পরিজনদের কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কাজটি দ্রুত সম্পন্ন করার ও বেতন-ভাতাদি প্রাপ্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
তারা বলেন, বেতন-ভাতা না পেয়ে টাকার অভাবে শিক্ষকরা চিকিৎসা করতে পারছেন না। এছাড়া, শিক্ষকদের পরিবার আজ অনাহারে, অর্ধাহারে। তারা দ্রুত শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
শিক্ষার্থীদের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন, শাজেদ আহমদ, নাদিম আহমদ, আব্দুর রহিম, আব্দুর রহমান, রবিউল, সুলেমান আহমদ। উপস্থিত ছিলেন, আব্দুল কাদির শাকিল, অপু, ওয়ালিদ, উশা, সামিয়া, রাকি, শাম্মি, নিপা, অনিক, চম্পা, জেরিন, মাহফুজ, শাওন, ফয়সাল, ফাহিম, মাহদি, আখতার, রিপন, রায়হান প্রমুখ।



This post has been seen 175 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১