প্রথম মিস চট্টগ্রামের হ্যামার স্ট্রেংথ রামিশা

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬

প্রথম মিস চট্টগ্রামের হ্যামার স্ট্রেংথ রামিশা

নিউ সিলেট ডেস্ক:::: মিস ফটো সুন্দরী, মিস বাংলাদেশ, মিস ওয়ার্ল্ড কত রকম সুন্দরী প্রতিযোগিতার আয়োজন হয় বাংলাদেশসহ বিশ্বব্যাপী। কিন্তু মিস হ্যামার স্ট্রেংথ? এই নামটিই নতুন। গতানুগতিক সুন্দরী প্রতিযোগিতার বাইরে শরীর ও মন সুস্থ রাখার ভিন্নধর্মী মিস হ্যামার স্ট্রেংথ প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে। আর এই প্রতিযোগিতায় ‘হ্যামার স্ট্রেংথ-২০১৬’ এর খেতাব অর্জন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রামিশা ইবদিতা কবির।
নিজেকে ফিট রাখতেই রামিশা শরীর চর্চার জন্য ভর্তি হয়েছিলেন চট্টগ্রামের ব্র্যান্ড জিম হ্যামার স্ট্রেংথ-এ। একজন জিম মেম্বার হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি এখন ‘মিস হ্যামার স্ট্রেংথ।’ রামিশার বাবা এ কে এম হুমায়ুন কবীর, পেশায় একজন ব্যাংকার। কর্মরত আছেন এনসিসি ব্যাংকে। মা রায়হানা আরজুমান একজন স্কুল শিক্ষিকা। তিন বোনের মধ্যে রামিশা সবার বড়। এখন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করছেন তিনি।
রামিশা বলেন, ‘শারীরিকভাবে কর্মক্ষম এবং সুস্থ থাকার জন্য ফিট থাকাটা জরুরী। শারীরিক এবং মানুষিক সুস্থতার জন্য শরীর চর্চা। তবে মেয়েদের শরীর চর্চার জন্য জিম বা ফিটনেস সেন্টারের উপযুক্ত পরিবেশও একটি বড় বিষয়। চট্টগ্রামে মেয়েদের শরীর চর্চার জন্য আগে পরিবেশ সম্মত কোনো ফিটনেস সেন্টার ছিল না। কিন্তু হ্যামার স্ট্রেংথ সেই পরিবেশটা তৈরি করে দিয়েছে। তাদের অত্যাধুনিক ইকুইপমেন্ট, ইয়োগা প্রশিক্ষণসহ শরীর ও মনের সুস্থতার নানা আয়োজন আমাকে শরীর চর্চায় আগ্রহী করেছে। আর মিস্টার এন্ড মিস হ্যামার স্ট্রেংথ প্রতিযোগিতাও তাদের একটি বড় উদ্যোগ।’
সব কিছু ছাড়িয়ে রামিশা এখন এই অর্জনটাকে উপভোগ করছেনে। রামিশা মনে করেন, এই আয়োজনটা ছিল সৃষ্টিশীল ও সৃজনশীল। এর থেকে জীবনে শিক্ষণীয় ছিলো অনেক কিছুই। এই প্রতিযোগিতার মাধ্যমে শারীরিক সক্ষমতার পাশাপাশি মন ও মানসিক শক্তিও প্রবলভাবে বৃদ্ধি করেছে।
স্নাতক শেষ করে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যেতে চান রামিশা। সফলতার সঙ্গে উচ্চশিক্ষা নিয়ে ভালো একজন দক্ষ প্রকৌশলী হিসেবে ক্যারিয়ার গড়ার ইচ্ছা তার।



This post has been seen 500 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১