জামাল উদ্দিন ভূঞা সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২

জামাল উদ্দিন ভূঞা সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত

নিউ সিলেট রিপোর্ট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪১তম সভায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত ও পরিচালিত শিক্ষক সংগঠন গনতান্ত্রিক শিক্ষক পরিষদ কর্তৃক মনোনীত হয়ে নির্বাচন করে একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যদের ভোটে বিজয়ী হন তিনি।
প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা ইতিপূর্বে আরও দুইবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া, তিনি আইকিএসির অতিরিক্ত পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং ফার্মের পরিচালকসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।
নবনির্বাচিত সিন্ডিকেট সদস্য প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ঐতিহাসিক ৭ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ আমাকে যে মর্যাদা দিয়েছেন, সে মর্যাদা রক্ষা করতে সচেষ্ট থাকব এবং আমি তাঁদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞ ।



This post has been seen 194 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১