ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪

নিউ সিলেট ডেস্ক ::::  ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। সমুদ্রের নিচে ভূমিকম্পটি হয়।
বিবিসির খবরে বলা হয়, ভূমিকম্পে অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় ভোর ৫টায় উত্তর সুমাত্রার বান্দে আচেহর ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি ও দোকান।
ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, ভূমিকম্পের তীব্রতায় বান্দে আচেহতে একটি বহুতল ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয় পুলিশ স্টেশনও। উদ্ধারকাজ চলছে। অনেকের আটকে থাকার সম্ভাবনাও রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ। এছাড়া শহরের বেশ কয়েকটি বাড়ি অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আসে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে অবশ্য সুনামি সতর্কতা জারি করেনি। ভূমিকম্পের পর ৩০ মিনিটের মধ্যে ৫ বার আফটার শক অনুভূত হয়।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ এলাকা। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ায় ৯.১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। সেই কম্পন ১০ মিনিটের উপর স্থায়ী হয়েছিল। এতে তৈরি হয় বিশাল সুনামি। মৃত্যু হয় কমপক্ষে ১ লাখ ৭০ হাজার মানুষের। সে সময় সুনামির জেরে শ্রীলঙ্কাতে কমপক্ষে ৩৫ হাজার, ভারতে ১৮ হাজার ও থাইল্যান্ডে ৮ হাজার জনের মৃত্যু হয়।7/12/16/tr24/ns/-



This post has been seen 317 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১