মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আবু জাহিদ

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুন ১, ২০২২

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আবু জাহিদ

নিউ সিলেট রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, খেলাধুলা যেমন মানুষের মানষিক ও শারিরিক বিকাশ ঘটায়, তেমনি অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখে। যুব সমাজকে মাদকাশক্তি ও সামাজিক অবক্ষয় থেকে বাঁচাতে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তাই, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আজ বুধবার (১ জুন) সকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়েজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুধর্ব-১৭)২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফখরুজ্জামান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেবতী রেমন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক সানওয়ার আলী, প্রচার সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল।
উদ্বোধনী খেলায় সিলাম ইউনিয়ন অনুধর্ব-১৭ দলকে হারিয়ে তেতলী ইউনিয়ন অনুধর্ব-১৭ দল ১-০ গোলে বিজয়ী হয়।
খেলায় রেফারীর দ্বায়িত্ব পালন করেন আক্কাছ উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন, কাওছার আহমদ ও শামীম আহমদ।



This post has been seen 170 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১