ওবামা’র ই-মেইল ফাঁস করল উইকিলিকস

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬

ওবামা’র ই-মেইল ফাঁস করল উইকিলিকস

নিউ সিলেট ডেস্ক:::: হিলারি ক্লিনটনের পর এবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত মেইল ফাঁস করল উইকিলিকস। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট’এ ওবামার ৭টি বার্তা শুক্রবার প্রকাশ করা হয়। প্রতিবেদনে জানানো হয় bobama@ameritech.net এই ঠিকানা থেকে মেইলগুলো প্রকাশ করা হয়েছে।
এগুলোর মধ্যে ৪ নভেম্বর ২০০৮ সালের একটি মেইল রয়েছে। যেখানে ওবামার তৎকালীন নির্বাচনী পরামর্শক জন পোডেস্টা ১৫ নভেম্বরের শক্তিধর রাষ্ট্রগুলোর সম্মেলন জি-টুয়েন্টি (G-20)’র দাওয়াত গ্রহণ না করার অনুরোধ করেন। ডেমোক্রেট দলীয় ওবামা আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বুশ তাকে এই দাওয়াত দেন। সেখানে তিনি জানান, বিদায়ী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ’এর সময়ে বিশ্ব অর্থনীতি শঙ্কটের মধ্যে রয়েছে। বৈঠকে যোগ দিলে তাকে বিভিন্ন অপ্রীতিকর প্রশ্নের মুখে পড়তে হবে।
মেইলে পোডেস্টা একটি তালিকাও সংযুক্ত করেন। যেখানে ওই সম্মেলনে গেলে নির্বাচনে পরাজিত রিপাবলিকানেরা কি কি পদক্ষেপ নিতে পারে তার নানা খুঁটিনাটি দিক তুলে ধরা হয়।
পোডেস্টা মেইলে জানান, ‘ওই রাতে প্রেসিডেন্ট বুশ প্রসঙ্গটি ওঠাতে পারেন। এমন অবস্থায় সেখানে আপনার না যাওয়ার পরামর্শই দেব আমি।’ ফলে যথাসময়ে ওয়াশিংটনে বৈঠকটি বসলেও ওবামাকে সেখানে দেখা যায়নি।
তবে প্রকাশিত মেইলগুলো প্রসঙ্গে হোয়াইট হাউজের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। এমনকি উইকিলিকস’এর দাবিকৃত মেইলের ঠিকানা সঠিক কিনা তা জানানো হয়নি।
জন পোডেস্টা বর্তমানে ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণার প্রধান হিসেবে দায়িত্বে আছেন। মাঝে জন পোডেস্টার প্রায় ২৩ হাজার ই-মেইল হ্যাক করে উইকিলিকস। এগুলোর মধ্যে ওবামার সঙ্গে যোগাযোগের বেশ কিছু মেইলও সেখানে ছিল।
গোপন নথি ফাঁসে সিদ্ধহস্ত এই ওয়েবসাইট সম্প্রতি ওবামার ব্যক্তিগত ই-মেইল’এর সন্ধানের কথা জানায়। এরপর স্পর্শকাতর মেইলগুলো একের পর এক প্রকাশ করা হবে বলে টুইটারে ঘোষণা দেয়।



This post has been seen 469 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১