প্রথম পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২২

প্রথম পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক : ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে এই প্রথম পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাওয়ার পথে সন্তানদের সাথে পদ্মা সেতুতে ছবিও তুলেন প্রধানমন্ত্রীর। টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ায় পোঁছান। পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ৮টার দিকে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। সকাল ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে সেতুতে ওঠেন। সকাল সোয়া ৯টার দিকে তিনি জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান এবং সেখানে কিছু সময় বিশ্রাম নেন।



This post has been seen 126 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১