কোরবানীর পশুর চামড়ার দাম নির্ধারণ

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২২

কোরবানীর পশুর চামড়ার দাম নির্ধারণ

নিউ সিলেট রিপোর্ট : আসন্ন পবিত্র ঈদ উল আজহার কোরবানীর পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার (৫ জুলাই) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে চামড়ার দাম নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সভায় লবনযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা, খাসির চামড়া ১৮ থেকে ২০ ও বকরির চামড়া ১২-১৪ টাকা এ দাম নির্ধারণ করা হয়। পরে সভা শেষে ভার্চ্যুয়ালি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় বাণিজ্য সচিব, শিল্প সচিব ও তথ্য সচিব যুক্ত ছিলেন।
বানিজ্যমন্ত্রী জানান, এবার রাজধানীতে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা ও ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা ও বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের চেয়ে এবার গরুর চামড়ায় ৭ টাকা ও খাসির চামড়ায় ৩ টাকা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত বছর রাজধানীতে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। খাসির লবণযুক্ত চামড়া ছিল ১৫ থেকে ১৭ টাকা এবং বকরির চামড়া ছিল ১২ থেকে ১৪ টাকা বর্গফুট। তবে, সিন্ডিকেটের কারসাজিতে সরকার নির্ধারিত দাম না পাওয়ায় কোরবানি দাতারা সব সময় হতাশা প্রকাশ করলেও এবিষয়ে কোনো কিছু বলেননি মন্ত্রী।



This post has been seen 121 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১