নিসচা সিলেট মহানগর শাখার ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২

নিসচা সিলেট মহানগর শাখার ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিউ সিলেট রিপোর্ট : নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ জুলাই) সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের পালপুর, আলিনগর, নোয়াগাঁও ও হেংলাকান্দি গ্রামে শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।
তিনি বলেন, নিসচা সড়ক দুর্ঘটনা রোধের পাশাপাশি বন্যাদুর্গত বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে। নিসচা’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে সারা দেশে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন নিসচা’র শাখা সংগঠন গুলো। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিসচা’র এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, আইন সম্পাদক হোসেন আহমদ, জালালাবাদ যুব উন্নয়ন ফোরামের সভাপতি জামাল খান, সদস্য শাহেদ, সামসুল ইসলাম প্রমুখ।



This post has been seen 76 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১