ঘূর্ণিঝড়ের শঙ্কা!

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬

ঘূর্ণিঝড়ের শঙ্কা!

নিউ সিলেট ডেস্ক::: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি থেকে বড় ধরণের ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার বিষয়টি রোববার স্পষ্ট হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। ইতোমধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এক নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
এ বিষয়ে স্ট্রোম ওয়ার্নিং সেন্টারের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলেন, ‘নিম্নচাপটি রোববার বা সোমবারের মধ্যে সাইক্লোনে রূপ নিতে পারে। এটি ধীরে ধীরে আরো ঘনীভূত হচ্ছে। সাইক্লোনটি কোথায় আঘাত হানতে পারে সেটা রোববার স্পষ্টভাবে জানা যাবে।’
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে গত ২০শে অক্টোবর আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
২১ শে অক্টোবর আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আরো ঘনীভূত হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই দিন সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়।
শনিবার ২২ শে অক্টোবর আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি পূর্ব- উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে এবং আগের সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।



This post has been seen 516 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১