মার্কিন কিডনি বিশেষজ্ঞ দলের সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২২

মার্কিন কিডনি বিশেষজ্ঞ দলের সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন

নিউ সিলেট রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের কিডনি বিশেষজ্ঞ, সিলেটের কৃতীসন্তান ডা. শ্যামল পালিতের নেতৃত্বে একটি কিডনি বিশেষজ্ঞ দল বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন সিলেট শাখা পরিচালিত সিলেট কিডনি হাসপাতাল পরিদর্শন করেছেন। গতকাল শনিবার (১৬ জুলাই) দুপুরে দলটি সিলেট নগরির উপ-শহরস্থ হাসপাতালটি পরিদর্শন করেন। এসময় তাদের সাথে ছিলেন, সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ। এর আগে কিডনি বিশেষজ্ঞ দলটি হাসপাতাল চত্বরে পৌঁছুলে তাঁদেরকে স্বাগত জানান ফাউন্ডেশনের ডিরেক্টরস্ (ফিন্যান্স) ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী। পরে, তারা হাসপাতালের প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং ডায়লাইসিস-এ থাকা রোগীদের সাথে কথা বলেন। তাঁরা রোগীদের চিকিৎসারও খোঁজ-খবর নেন। এ সময় কিডনি বিশেষজ্ঞ দলকে সহযোগিতা করেন হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
পরে কিডনি বিশেষজ্ঞ দলটি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন সিলেট শাখা ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময়ে মিলিত হন। এ সময় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ফাউন্ডেশনের সিলেট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. শুভার্থী কর, শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. এম এ মজিদ, কোÑঅর্ডিনেটর ফরিদা নাসরীন, ডা. ফাতিহা তাসনিম, মোঃ মুহিবুর রহমান রাসেল, মায়েজ রাজা চৌধুরী, আতিকুর রহমান প্রমুখ।



This post has been seen 216 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১