সিলেট ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২২
নিউ সিলেট রিপোর্টঃ বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির নয় বরং পৃথিবীর সকল নিষ্পেষিত মানুষের চেতনার বাতিঘর। টুঙ্গিপাড়া থেকে শুরু করে কর্ম ও আদর্শ চর্চার মাধ্যমে বাঙালি জাতির প্রাণপুরুষে রূপান্তরিত হয়েছিলেন। স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আলোচনা সভায় বক্তারা একথাগুলো বলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে সাহিত্য আসর কক্ষে কেমুসাসের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উদযাপন উপ-কমিটির সদস্য সচিব মাহবুব মুহম্মদের উপস্থাপনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জামেয়া সিদ্দিকীয়ার শিক্ষার্থী হাফেজ মিনহাজুল ইসলাম।সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শোক দিবস উদযাপন উপ-কমিটির আহবায়ক জগলু চৌধুরী। এতে অন্যদের মধ্যে আলোচনায় নেন সাহিত্য সংসদের সহ-সভাপতি অধ্যাপক নন্দলাল শর্মা, অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন এ্যাডভোকেট, সহ-পাঠাগার সম্পাদক ইছমত হানিফা চৌধুরী, সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের, বেলাল আহমদ চৌধুরী, জীবন সদস্য শামশীর হারুনুর রশিদ। দোয়া পরিচালনা করেন হাফেজ সফিউল ইসলাম চৌধুরী।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি