সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২
নিউ সিলেট রিপোর্টঃ জাতীয় শোক দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় নগরির মেন্দিবাগস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও ওয়ালী মাহমুদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক সামছুল হক, এ্যাডভোকেট কিশোর কুমার কর, সুবেদার মেজর রফিক উদ্দিন, সার্জেন্ট আবুল হোসেন, পুজন রায়, সিরাজ উদ্দিন সিরুল, মনোরঞ্জন তালুকদার, অধ্যাপক জান্নাত আরা পান্না, মনোজ কপালী মিন্টু, শেখ মো. হারুন, শাহ মজনুর রহমান, সাঈদুর রহমান, কাবুল আহমদ প্রমুখ।
বক্তার বলেন, আগস্ট শোকের মাস, ষড়যন্ত্রের মাস। ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয়েছে এ আগস্ট মাসে। ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে বাঙালী জাতি সে নিষ্ঠুর হত্যার বিচারের রায় কার্যকরের মাধ্যমে কলঙ্কমুক্ত হলেও ঘাতকদের বিরুদ্ধে তীব্র ঘৃণার চেতনাকে নতুন করে জাগিয়ে তোলে এ মাসে। আগস্টকে ঘাতকরা তাদের নিষ্ঠুর টার্গেটের মাস হিসেবে বেছে নিয়েছে। বারবার আর ১৫ আগস্টের পরিচয় বাঙালীকে নতুন করে দেয়ার কিছু নেই। স্বপরিবার বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি ঘাতকরা। তাই ২১ আগস্টে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকেও গ্রেনেড হামলা করে মারতে চেয়েছিলো। তাদের এই স্বপ্ন পূরণ হয়নি, হবেও না আমরা বেঁচে থাকতে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি