সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২
নিউ সিলেট রিপোর্টঃ বাম গণতান্ত্রিক জোট আহূত ২৫ আগস্ট বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের সমর্থনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে জমায়েত শেষে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, মাসুমা খানম, মনজুর আহমদ, নাজিকুল ইসলাম রানা, সুরুজ আলী, হারুন মিয়া, ইউসুফ আলী, বেলাল আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম নিম্নমুখী প্রবণতায় তখন সরকার অযৌক্তিক ও গণশুনানি ছাড়া বেআইনিভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে। তেলের দাম বাড়ানোর সাথে সাথে অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে পরিবহন ভাড়া। ফলে চাল, ডাল, তেল, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু-হু করে বাড়ছে। দ্রব্যমূল্যের আকাশছোঁয়া দাম, বাসা ভাড়া, গাড়ি ভাড়া, শিক্ষা, চিকিৎসার ব্যয় বৃদ্ধির ফলে মানুষের জীবন আজ দিশেহারা।
বক্তারা জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট আহূত দেশব্যাপী আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার অর্ধদিবস (সকাল ৬টা-১২টা) হরতাল সফল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি