সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের মতবিনিময়

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২

সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের মতবিনিময়

নিউ সিলেট রিপোর্টঃ শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেছেন, মেয়েরা আজ দাঁড়িয়েছে, স্বনির্ভর হয়েছে। মেয়েরা এখন বাংলাদেশের সম্পদ। নারী মুক্তিই আমাদের ভরসা। সোনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারীদের আরও এগিয়ে আসতে হবে। সিলেটের নারী সাংবাদিকরা সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদেরকে এবং দেশকে এগিয়ে নেয়ার জন্য চেষ্টা করছে। এটা একটি লড়াই। তবে মনে রাখতে হবে ভালো কাজ করতে গেলে কষ্ট আসবে, সেগুলো মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এখানে তোমাদের থামলে হবে না।
শুক্রবার রাতে স্থানীয় একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) সাথে সম্প্রীতি বাংলাদেশ নামক একটি সামাজিক সংগঠনের মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, সাংবাদিকতার ছাত্র ছিলাম, কিন্তু বিভিন্ন কারণে সাংবাদিকতা করা হয়নি। তিনি সিলেটের নারী সাংবাদিকদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান প্রেক্ষাপটে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের গঠন খুবই ভালো উদ্যোগ। সিলেটের মত রক্ষণশীল জায়গায় নারী সাংবাদিকরা যে নতুন ধারার সূচনা করেছেন তাঁর সফলতা কামনা করি।
তিনি আরও বলেন, এক্ষেত্রে এখন আগের তুলনায় অনেক সুযোগ সুবিধা বেড়েছে। এখন জেলা শহরে থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা যায় টেকনোলজির কল্যাণে। সিলেটের নারী সাংবাদিকরা যেনো দেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ করতে পারে সেই আশা ব্যক্ত করছি।
সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিলা ববির পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সিলেট জেলা মহিলা আ’ুলীগের প্রতিষ্ঠাতা, বেগম রোকেয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদকপ্রাপ্ত সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক, সম্প্রতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল, রেড টাইমস পত্রিকার সম্পাদক কবি সৌমিত্র দেব, জেলা আ’লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক সামির মাহমুদ, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা হাসিনা মহিউদ্দিন ও সেলিনা আক্তার চৌধুরী, সিলেট ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, জেলা মহিলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সালমা সুলতানা, সিলেট উইমেনস চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল মুনশি, কাউন্সিলর নাজনিন আক্তার কণা, শিক্ষিকা ফৌজিয়া আক্তার, ডা. ওয়াজিমা ইশরাত চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবী ফারমিছ আক্তার, সমাজসেবী চৌধুরী জান্নাত রাখি, চ্যানেল আই-এর সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সহ-সভাপতি অমিতা সিনহা, সাংগঠনিক সম্পাদক হেনা মমো, নির্বাহী সদস্য শ্রাবণী তালুকদার, সাংবাদিক তারেক চৌধুরী রাহেল, আজহার উদ্দিন শিমুল, জাকারিয়া হোসেন প্রমুখ।



This post has been seen 96 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১