১৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২

১৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

নিউ সিলেট রিপোর্ট : সিলেট মহানগর বিএনপির অন্তর্ভূক্ত ১৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ আগস্ট রাতে নগরীর কাজীটুলাস্থ লোহারপাড়ায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিএনপি নেতা আব্দুল কাহিরের সভাপতিত্বে ও নুরুল মোমিন চৌধুরী খোকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, পদ আছে কিন্তু মাঠে নেই এমন নেতার দলে প্রয়োজন নেই। আমরা সেই চিন্তা করে কর্মীসভার মাধ্যমে নতুন নেতৃত্ব বের করে আনতে চাই। যারা আগামীতে সরকার বিরোধী একদফার আন্দোলনে শক্তিশালী হয়ে মাঠে থাকার পাশাপাশি কর্মীদের খোঁজ-খবর রাখবে, আমরা ওয়ার্ডের নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে দলের দায়িত্ব তার কাঁধে দেব। এ কারণেই আজ মহানগর বিএনপির ১৭নং ওয়ার্ড কর্মীসভার মাধ্যমে আপনাদের মতামত জানার জন্যই এই কর্মীসভার আয়োজন করা হয়েছে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত দলের ভিতর কোন বিভেদ নয়, সকলেই ঐক্যতা বজায় রেখে দলের জন্য কাজ করে যাবেন। একটা কথা মনে রাখবেন, আপনাকে পদ খুঁজতে হবে না দলই আপনাকে খুঁজে নেবে।
তিনি আরো বলেন, এই জালিম সরকারকে প্রতিহত করতে হলে পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির হাতকে শক্তিশালী করতে আপনাদের সবাইকে আরো সোচ্চার হতে হবে। আর এরই ধারাবাহিকতায় ১৭নং ওয়ার্ড বিএনপিকে আরো শক্তিশালী করতে নব গঠিত কমিটি হতে পারে এক অনন্য উদাহরণ।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য এ্যাডভোকেট আতিকুর রহমান শাবু, সৈয়দ সাফেক মাহবুব, হাজী মিলাদ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আব্দুল সাদেক রিপন, ইমরান খান, আলম খান, মোমিন খান, ফয়েজ আহমদ মুরাদ, তানভীর চৌধুরী তাহসিন, মন্তাজ আহমদ মুন্না, এস এ খান সায়েম, জুনেল আহমেদ, গিয়াস আহমেদ, রুহুল আমিন, ফয়েজ আহমদ, তারেক আহমদ, মোঃ লিয়াকত আলী ইমন, শরীফ খান, লিটন, মুসতাকিন, শাহেদ, সজল, আসলাম খান, ইসমাইল, মুসাহিদ, সুজন, এরসাদ প্রমুখ। অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন কয়সর আহমদ।
উল্লেখ্য, সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্রনেতা নুরুল মোমিন চৌধুরী খোকনকে ওয়ার্ড বিএনপির আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। যা অচিরেই প্রকাশ করা হবে।



This post has been seen 63 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১