সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২
নিউ সিলেট রিপোর্ট : নিউইয়র্কে বসবাসরত তরুণ বিএনপি নেতা ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুল আউয়াল চৌধুরী জুবের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, আব্দুল আউয়াল চৌধুরী জুবেরের মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনের ন্যায় আমিও সমব্যাথী। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণের বলিষ্ঠ অনুসারী ছিলেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসিব এবং গভীর শোকে কাতর পরিবারবর্গকে ধৈর্য্য ধারনের তৌফিক দান করেন। আমি আব্দুল আউয়াল চৌধুরী জুবেরর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
এদিকে, আব্দুল আউয়াল চৌধুরী জুবেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি