নগরির পুরানলেনস্থ শ্রী শ্রী গীতামন্দিরে
২৩২তম নিয়মিত সেমিনার শুক্রবার

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

<span style='color:#ff0000;font-size:20px;'>নগরির পুরানলেনস্থ শ্রী শ্রী গীতামন্দিরে </span> <br/> ২৩২তম নিয়মিত সেমিনার শুক্রবার

নিউ সিলেট রিপোর্টঃ নগরির পুরানলেনস্থ শ্রী শ্রী গীতামন্দির পরিচালনা কমিটির গীতা বিষয়ক নিয়মিত সেমিনার ২৬ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
সেমিনারে শ্রীমদ্ভগবদগীতায় ব্রহ্মবিদ্যা বিষয়ক প্রবন্ধ উপস্থাপনা করবেন নয়ন লাল দেব। শ্রী শ্রী গীতামন্দিরের আচার্য্য বিনীত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও কংকন আচার্য্যের পরিচালনায় এতে প্রধান অতিথি থাকবেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। স্বাগত বক্তব্য দেবেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি মনোজ বিকাশ দেবরায়। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গীতাপাঠ চক্রের সভাপতি প্রকৌশলী সুধাময় দেব, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সহ-শিক্ষক (অব.) সুজিত ভট্টাচার্য্য ও লক্ষ্মী পাল।
সেমিনারে উপস্থিত থাকার জন্য সনাতন ধর্মাবলম্বী ভক্তগণকে অনুরোধ জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির সম্পাদক অশোক রঞ্জন চৌধুরী।



This post has been seen 59 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১