সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২
নিউ সিলেট রিপোর্টঃ এক মাস যুক্তরাজ্য সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন নগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুলে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় শিক্ত হন তিনি। নগর বিএনপি’র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে নগর শাখার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন।
সংবর্ধনার জবাবে এমদাদ হোসেন চৌধুরী বলেন, আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি। পারিবারিক সফরে এক মাস যুক্তরাজ্যে ছিলাম। দুরে থেকেও দলীয় নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছি। আসন্ন নগর বিএনপি’র কাউন্সিলকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের এই অকৃত্রিম ভালবাসায় আমি চিরঋণী ও কৃতজ্ঞ।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া ও মুর্শেদ আহমদ মুকুল, বিএনপি নেতা ডা: হাফিজুর রহমান, মানিক মিয়া, রেজাউল ইসলাম রুজন, লল্লিক আহমদ চৌধুরী, মোতাহির আলী মাখন, এম মখলিছ খান, কামরুজ্জামান দীপু, রফিকুল ইসলাম রফিক, জমজম বাদশাহ, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আফছর খান, নগর যুবদল সদস্য মীর্জা স¤্রাট, জামাল আহমদ খান, নগর স্বেচ্ছাসেবক দলের দুলাল আহমদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও ফয়ছল আহমদ প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি