চা শ্রমিকদের প্রতি সংহতি
শ্রমিক অধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

<span style='color:#ff0000;font-size:20px;'>চা শ্রমিকদের প্রতি সংহতি </span> <br/> শ্রমিক অধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিউ সিলেট রিপোর্টঃ চা শ্রমিকদের যৌক্তিক ও মানবিক দৈনিক মজুরি ৩০০ টাকা বৃদ্ধির দাবীর প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা ও নগর শাখা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার বিকেলে নগরির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলার আহবায়ক ফয়সাল আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব ফখরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ-এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি শহিদুল ইসলাম, গণ অধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক নাজম-উস-সাকিব, যুগ্ম সদস্য সচিব, আব্দুল্লাহ আল মামুন সুজন, যুগ্ম সদস্য সচিব শাহ আজাদ আলী সুমন।
মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় উপ-কমিটির প্রধান সমন্বয়ক আব্দুন নুর তালুকদার বলেন, মানবিক বিবেচনায় চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা বৃদ্ধি করার দাবী সরকার সহ মালিকপক্ষকে মেনে নিতে হবে। তিনি বলেন, সরকার যেহেতু আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে সকল পণ্য দ্রব্যের দাম বৃদ্ধি করে আকাশচুম্বী করে তুলেছে সেহেতু এখন সরকারের উচিত আন্তর্জাতিক শ্রম মজুরির সাথে তাল মিলিয়ে বাংলাদেশে অভিন্ন জাতীয় শ্রম মজুরি কাঠামো নির্ধারণ করা ও শ্রমিক বাঁচাতে ও জীবন বাঁচাতে তা বাস্তবায়ন করতে হবে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য রুহুল আমিন, যুব অধিকার পরিষদ এর কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক শামীম আহমদ অপু, জেলার সদস্য সচিব জুবায়ের আহমেদ তোফায়েল, নগর নেতা হাবিব আহমেদ, উজ্জ্বল মিয়া, জুনায়েদ হোসেন রানা, মঞ্জিল আহমদ, জাকির হোসেন প্রমুখ।



This post has been seen 62 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১