বিশাল শোডাউন
বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল ভালবাসায় শিক্ত এমদাদ চৌধুরী

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২

<span style='color:#ff0000;font-size:20px;'>বিশাল শোডাউন </span> <br/> বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলেল ভালবাসায় শিক্ত এমদাদ চৌধুরী

নিউ সিলেট রিপোর্ট : যুক্তরাজ্য সফর শেষে দেশে প্রত্যাবর্তনকালে দলীয় নেতাকর্মীদের ফুলেল ভালোবাসায় শিক্ত হলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর হাজার হাজার নেতাকর্মী মোটর সাইকেল ও গাড়ী বহর নিয়ে তাকে বরণ করেন। এসময় উপস্থিত সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সংবর্ধনার জবাবে এমদাদ হোসেন চৌধুরী বলেন, আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি। পারিবারিক সফরের উদ্দেশ্যে এক মাস যুক্তরাজ্যে ছিলাম। দুরে থেকেও সর্বদা দলীয় নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছি। আসন্ন মহানগর বিএনপির কাউন্সিলকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের এই অকৃত্রিম ভালবাসায় আমি চির ঋনী ও কৃতজ্ঞ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্য জিয়াউল হক জিয়া ও মুর্শেদ আহমদ মুকুল, বিএনপি নেতা ডা: হাফিজুর রহমান, মানিক মিয়া, রেজাউল ইসলাম রুজন, লল্লিক আহমদ চৌধুরী, মোতাহির আলী মাখন, এম মখলিছ খান, কামরুজ্জামান দীপু, রফিকুল ইসলাম রফিক, জমজম বাদশাহ, উজ্জল রঞ্জন চন্দ্র, কয়েছ আহমদ সাগর, আনা মিয়া, দেলওয়ার হোসেন রানা, দিদারুল ইসলাম দিদার, ফয়েজ আহমদ শিপু, মনির মিয়া, সেলিম মিয়া, নাঈমুল ইসলাম, শাহীন আহমদ, পিয়ার উদ্দিন পিয়ার, নাজিম উদ্দিন ও সাব্বির আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আফছর খান, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য মীর্জা সম্রাট, জামাল আহমদ খান, সৈয়দ আমীর আলী, হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আমজাদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সজিবুর রহমান রুবেল, দুলাল আহমদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাদ্দাম হোসেন সামাদ, যুবদল নেতা এনামুল হক সোহেল, বিএনপি নেতা জুনেদ আহমদ, জুমন আহমদ, দুলাল মিয়া, আহমদ পারভেজ ও যুবদল নেতা জাকোয়ান আহমদ প্রমূখ।



This post has been seen 73 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১