সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২২
নিউ সিলেট রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ রেখে গেছেন তার কোন মৃত্যু নাই। তিনি চিরঞ্জীবী। তিনি আজও আমাদের হৃদয়ে রয়েছেন। বাঙালীর হৃদয়ে আজও বঙ্গবন্ধু জীবিত। তিনি বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে ৩ বছর ক্ষমতায় ছিলেন। এই সাড়ে ৩ বছরে তিনি আমদের একটি স্বাধীন ও সাভৌমত্ব রাষ্ট্র উপহার দিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতি হারিয়েছে তার গর্ব, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
তিনি বলেন, ইতিহাস, ঐতিহ্য, গৌরব, অহংকার, সোনালী অতীতের ধারক-বাহক হচ্ছে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার কর্মী। ইনশাআল্লাহ জাতির পিতার খুনীদের দেশে এনে বিচারের সম্মুখীন করা হবে। গতকাল শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় নগরীর বিকাবীবাজারস্থ কবি কাজী নজরুল অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরণে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আ’লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, জেলা আ’লীগের সহ-সভাপতি এড. নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. রনজিত সরকার, মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. সালেহ আহমদ সেলিম, সদস্য জুমাদিন আহমেদ, জাহিদ সারওয়ার সবুজ, জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলার সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আফছর আজিজ, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি