ইভিএমে কারচুপি হয় এমন প্রমাণ কেউ দিতে পারেনি: রাশিদা সুলতানা

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

ইভিএমে কারচুপি হয় এমন প্রমাণ কেউ দিতে পারেনি: রাশিদা সুলতানা

নিউ সিলেট ডেস্ক : নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ কারচুপি হয় এমন প্রমাণ কেউ দিতে পারেনি, এটা কেবল কথার কথা। তিনি বলেন, আমরা সুন্দর একটা নির্বাচন করতে পারব নিশ্চিত হওয়ার পরেই ইভিএমের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইভিএম নিয়ে যে অভিযোগ করা হচ্ছে এগুলো নিয়ে কেউ এ পর্যন্ত আমাদের সাথে কথা বলেন নাই। ধরিয়ে দেওয়া যে, এভাবে কারচুপিটা হচ্ছে। কেউ কিন্তু প্রমাণ আমাদের কাছে দেয় নাই। তাই, এইটা কিন্তু কথার কথা। আজ রোববার খুলনার দীঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গত ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকসহ নিবন্ধিত রাজনৈতিক দলের সংলাপ করে ইসি। আসন্ন জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের ব্যাপারে ইসির সংলাপে বেশীর ভাগ রাজনৈতিক দলসহ শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের আপত্তি সত্ত্বেও গত ২৩ আগস্ট ১৫০ আসনে ব্যবহার করে ভোটগ্রহণ হবে বলে ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
এ প্রসঙ্গে রাশিদা সুলতানা বলেন, ‘আপনারা শুনছেন যে আমরা সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করব। হয়তো ১৫০টায় নাও হতে পারে। আমদের সক্ষমতার ওপর নির্ভর করবে। প্রক্রিয়া করতে হবে। প্রক্রিয়া যদি করতে না পারি, যা আছে সেটার মধ্যেই হয়তো হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করছি ১৫০ আসনে ইভিএম দিয়ে নির্বাচন করলে মেকানিজমটা কোথায় কী হচ্ছে, কেন এই অভিযোগ সেটা প্রমাণ হয়ে যাবে। আর নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনারের বক্তব্য, ‘কোনো দল নির্বাচনে আসা-না-আসা তাদের ব্যাপার। তবে হ্যাঁ, আমরা কিন্তু চাই সব দিল মিলে প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিনিধিত্বমূলক নির্বাচন হোক। এই চাওয়ার কমতি নাই।



This post has been seen 338 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১