আজ সন্ধ্যায় ফের এভারকেয়ারে যাবেন খালেদা জিয়া

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

আজ সন্ধ্যায় ফের এভারকেয়ারে যাবেন খালেদা জিয়া

নিউ সিলেট ডেস্ক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারো আজ সন্ধ্যায় যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি।’ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।
গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে ‘স্টেন্ট’ বসানো হয়।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এছাড়া, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তাঁর সাজা হয়। পরে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশে তাকে শর্ত দিয়ে সাময়িক মুক্তি দেয় সরকার। দেশেই থাকতে হবে তাকে শর্তে বলা হয়। কারাগার থেকে খালেদা জিয়া গুলশানের বাসায় উঠেন।
২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর ৬ দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হতে হয় খালেদা জিয়াকে। তাছাড়া, তিনি হৃদপিণ্ডের রক্তনালীতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছর ভর্তির পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি জানিয়ে সরকারের কাছে কয়েক দফা আবেদন করেছিলেন তাঁর ভাই শামীম এস্কান্দার। ‘সাময়িক মুক্তি’র শর্ত উল্লেখ করে সরকার প্রতিবারই তা নাকচ করে।



This post has been seen 122 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১