নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে
প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি: এমরান চৌধুরী

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

<span style='color:#ff0000;font-size:20px;'>নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে </span> <br/> প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি: এমরান চৌধুরী

নিউ সিলেট রিপোর্ট : সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী বলেছেন, রেমিট্যান্সযোদ্ধারা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। অথচ বিমানবন্দরসহ সকল গুরুত্বপূর্ণ জায়গায় আজ প্রবাসীরা অবহেলিত। তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে নতুবা অনেক আগেই আমরা শ্রীলংকা মত অর্থনৈতিক সংকটে পতিত হতাম। তিনি বলেন, নিশিরাতের সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও লাগামহীন দুর্নীতি দেশকে আজ তলাবিহীন ঝুড়িতে রুপান্তরিত করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশের সকল শ্রেনীপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারকে উৎখাত করতে হবে। অনতিবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্টিত করতে হবে। গতকাল রাতে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চার প্রবাসী বিএনপি নেতাকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবর্ধিত প্রবাসী নেতারা হলেন- যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক জেলা বিএনপি নেতা শাহজাহান চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা এনাম উদ্দিন শহীদ, মুজিবুর রহমান মুজিব ও বিলাল আহমদ।
আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন আহমদ। বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদ মামুন, জিয়াউল বারী চৌধুরী, আখতার হোসেন রাজু, জাবের আহমদ প্রমূখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করেন, ফাহিম হুসেন জীবন।



This post has been seen 60 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১