সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২
নিউ সিলেট রিপোর্ট : প্রস্তাবিত চারখাই, আলীনগর, শেওলা ও বারহাল ইউনিয়ন নিয়ে চারখাই থানা বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রোববার (২৮ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজিসিলেট রেঞ্জ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেছেন চারখাই থানা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, প্রস্তাবিত থানা এলাকার জনসাধরণের দীর্ঘ দিনের দাবী এই অঞ্চলে পূর্ণাঙ্গ একটি প্রশাসনিক থানা প্রতিষ্ঠার জন্য। এব্যাপারে দীর্ঘদিন থেকে এলাকার মানুষ বিভিন্নভাবে আবেদন, সভা-সমাবেশ সহ নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলিতভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন। চারখাই হতে বিয়ানীবাজার উপজেলা সদরের দূরত্ব ২০ কিলোমিটার। আর আলীনগর হতে বিয়ানীবাজার উপজেলা সদরের দূরত্ব ৩২ কিলোমিটার। শেওলা হতে বিয়ানীবাজার উপজেলা সদরের দূরত্ব ১৬ কিলোমিটার এবং বারহাল ইউনিয়ন হতে জকিগঞ্জ উপজেলা সদরের দূরত্ব ৪৮ কিলোমিটার হওয়ার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকান্ড পরিচালনা করতে অনেক সময় কষ্টসাধ্য হয়ে উঠে। এছাড়াও, প্রশাসনিক ও বিভিন্ন অফিসিয়াল সেবা পেতে জনসাধরনকে দুর্ভোগ পোহাতে হয়। তাই এলাকার সাধারণ মানুষ কুশিয়ারা নদী ও সুরাম নদীর মধ্যবর্তী স্থান নিয়ে প্রস্তাবিত থানা বাস্তাবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। তাছাড়া, ওই এলাকার সন্তান প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা ড. তৌফিক ই এলাহী চৌধুরীর সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি